যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। বাংলার মাটিতে তারা (বিএনপি) আর কখনও দেখবে না তত্ত্বাবধায়ক সরকার।আগামী নির্বাচন নিয়ে দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোলা জেলার চরফ্যাশনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল