বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকায় গোদারপাড়া তা'লীমুল কুরমান মহিলা মাদ্রাসার এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় ওই মাদ্রাসার স্টোররুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে শেফা আক্তার (১৫)।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, শেফা গত ৪ বছর ধরে ওই মাদ্রাসায় পড়াশোনা করে আসছেন। সোমবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে মাদ্রাসার স্টোরকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই