পটুয়াখালীর বাউফল উপজেলার মাধ্যমিক মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক প্রতিযোগিতায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। বিজিত দল বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
আজ সোমবার বিকাল ৫ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার মো. বশির গাজী। অনুষ্ঠান সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাজমুল হক। বিচারকের দায়িত্ব পালন করেন মাধ্যমিক একাডেমিক অফিসার মোহাম্মদ নুরুন্নবী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুজন হালদার ও অলিউল্লাহ। বিতর্কের বিষয় ছিল 'সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলেছে'।
বিজয়ী বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ের পক্ষে বক্তব্য ও যুক্তি তর্ক উপস্থাপন করেন মারজিয়া হোসাইন, আফসা আল দিবা ও আমিনা ইসলাম। বিজিত বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় দলের পক্ষে বক্তব্য ও যুক্তিতর্ক উপস্থাপন করে আমিনুল কোভিদ নেজাদ, তলার চন্দ্র সরকার, হাসান মাহমুদ তাহসিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল