শম্ভুগঞ্জের অন্বেষা ক্লাবকে হারিয়ে ময়মনসিংহের ফুলপুরের পীপলস ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়েছে। সোমবার বিকালে উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়ের পাশে খড়িয়া নদী সংলগ্ন খেলার মাঠে অত্যন্ত জমজমাট ও প্রাণবন্তকর এ খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে রূপসীর পিপলস ক্লাব শম্ভুগঞ্জের অন্বেষা ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। পরে বিজয়ী দলকে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্যে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি উপহার দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, রূপসী ইউপি চেয়ারম্যান সুলতান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই