গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা আলমগীর হোসেন খানকে পিটিয়ে আহত করে। এসময় দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আলমগীর খান ওই এলাকার মৃত আফতাব উদ্দিন খানের ছেলে এবং হোতাপাড়া ফুয়াং টাইলস মার্কেটের সভাপতি। আহত আলমগীর খানকে ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী আলমগীরের স্ত্রী তাসলীমা আলমগীর রুবি সাংবাদিকদের বলেন, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ১০-১২জনের একদল ডাকাত বাড়িতে হানা দেয়। অস্ত্রের ভয় দেখিয়ে তার স্বামীকে দরজা খুলতে বাধ্য করে। ঘরে ঢুকেই ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলমগীর খানের উপর হামলা চালায়। ডাকাতরা আলমগীর খানকে বেধড়ক পিটুনি দেয়। তিনি অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলে ডাকাতরা রুবির ও তার ১৩ বছরের ছেলে অনিকের হাত-পা বেঁধে লুটপাট চালায়। ডাকাতরা ঘরের জিনিসপত্র খুঁজে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় ৯৯৯ এ কল দেওয়া হলে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, তিনি ডাকাতির খবর পেয়েছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল