১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২৯

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ

ঝিনাইদহ শহরের একটি কোচিং সেন্টারে পড়া না-পারায় এক শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে শহরের মহিলা কলেজ সড়কে তৃতীয় শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম ইরাকে পিটিয়ে আহত করেন গৃহশিক্ষক তাহমিনা শশী।

আহত তাসনিয়া হামদহ মোল্লা পাড়া এলাকার মোহাম্মদ সালাউদ্দীনের মেয়ে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

ইরার বাবা মোহাম্মদ সালাউদ্দীন জানান, পড়া না-পারায় গৃহশিক্ষক শশী আমার মেয়েকে স্টিলের রড দিয়ে এলোপাতাড়ি প্রহার করেছেন। এতে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা করান তার মেয়েকে। তিনি ওই গৃহশিক্ষকের বিচার দাবি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ব্যাপারে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর