কুষ্টিয়ার কুমারখালীতে চালের টিন খুলে তিনটি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজারে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার বাজারের একটি জুয়েলারি, মুদি ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তার ভাষ্য, বাজারে প্রতিদিন ১০ জন করে দোকানদার রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারায় থাকেন।
মুদি দোকানি আব্দুল কেরামত জানান, খবর পেয়ে সকালে দোকানে এসে তিনি দেখেন দোকানের চালের একটি টিন খোলা। তার ভাষ্য, চুরির ঘটনার চিত্র তার সিসিটিভি ফুটেজে সংরক্ষিত আছে।
সোমবার রাতে নৈশ্য প্রহরীর দায়িত্বে থাকা পানবিক্রেতা শরিফুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী তারা রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারা দিয়েছেন। তবে কোন কিছু টের পাননি। পাহারা শেষে বাড়ি গিয়ে তিনি জানতে পারেন বাজারে চুরি হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম