বাগেরহাটের মোরেলগঞ্জে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তিন দিনের এ প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন ও দাখিল মাদরাসার ৩ জন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা জানান, সকল শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় কথা বলার মত প্রস্তুত করতে উপজেলার সাড়ে ৪ শত বিদ্যালয় থেকে একজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ