ফরিদপুরের চরাঞ্চলের শিশুদের শিক্ষাঃ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, গণ সাক্ষরতা অভিযানের উপ কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোশারর্ফ আলী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, এনজিও ব্যক্তিত্ব মোঃ আজহারুল ইসলাম, আ.ন.ম ফজলুল হক সাব্বির, শিপ্রা গোস্বামী, নাজমা আক্তার প্রমুখ।
গণ সাক্ষরতা অভিযানের সহযোগীতায় এবং রাসিন এর আয়োজনে এ সেমিনারে সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন