১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪২

সখীপুরে সাত মাদকসেবি গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে সাত মাদকসেবি গ্রেফতার

সখীপুরে সাত মাদকসেবি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের সময় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে পৌর সভার ৮নং ওয়ার্ড মিশন স্কুলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সবুজ মিয়া (২৫), আব্দুল মালেক (৪৪), আবু বকর সিদ্দিক (৫০), কালাম সিকদার (৪০), সোলায়মান (৫৫), আনোয়ার হোসেন (৫৫) ও বিমল (৩৮)। তাদের প্রত্যেকের বাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করেছে পুলিশ।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, মাদক সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর