নরসিংদীর মাধবদীতে স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে মাধবদী পৌর সভার সামনে সতীপ্রশন্ন (এসপি ইনস্টিটিউট) স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টা থেকে ১১টা পযর্ন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩ মাস আগে মাধবদী সতীপ্রশন্ন (এসপি ইনস্টিটিউট) স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী রিফাত হত্যাকাণ্ডের হতে চলছে। হত্যাকাণ্ডের পর থানায় মামলা দেয়া হলো। কিন্তু পুলিশ এখনো হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে না। অবিলম্বে হত্যাকান্ডের অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা ঝড়না বেগম, বাবা মো: সুন্দর আলী, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, আবু দাউদ, আব্দুল্লা আল, শাহেদ মনির হোসেনসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম