পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়াস্থ বাসভবন চত্বরে আয়োজিত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে চেক বিতরণ করেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান মুক্তা। এর আগে চলতি মাসে দরিদ্র অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ পঞ্চাশ হাজার টাকার ১১ টি চেক রোগীদের হাতে তুলে দেয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসানুল হক লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুজ্জামান হাসানাত, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসানাত মো. হামিদুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও জনপ্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন