পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি মো. ছগির মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তারা। গ্রেফতার ছগির বরগুনা জেলার বামনা উপজেলার তুষখালী গ্রামের মৃত নাদের মোল্লার ছেলে।
বুধবার ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার আবু আহাম্মদ আল মামুন জানান, এপিবিএনের একটি দল পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ও সন্ত্রাসী বিরোধী অভিযান পরিচালনার সময় একটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. ছগির মোল্লাকে গ্রেফতার করে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ