২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৮

বাগেরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে মানুষের ঢল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আওয়ামী লীগের শান্তি 
সমাবেশে মানুষের ঢল

‘সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ’ এই ব্যানারে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বাগেরহাটের মোরেলগঞ্জে হাজার হাজার মানুষের ঢল নামে। বুধবার সকালে মোরেলগঞ্জে পৌরসবার কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বাগেরহাটসহ দেশের কোনো উন্নয়ন করে না। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে। ওরা নিজেদের ইসলামের ধারক বাহক মনে করেন, আর জননেত্রী শেখ হসিনা দেশে প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামি রিসার্স সেন্টার করেছেন। আওয়ামী লীগের অবদান পদ্মা সেতুর সুফল আজ দক্ষিণাঞ্চলের মানুষ ভোগ করছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মোংলা বন্দরকে অচল করে দেয়া হয়েছিল। আর শেখ হাসিনার সরকার মোংলা বন্দরকে শুধু গতিশীল করে থেমে থাকেনি, মোংলা বন্দর এখন দেশের আমদাননি-রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় লাইফ লাইনে রূপান্তর করেছে।

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার উপজেলার ২০টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মোসলেম উদ্দিন, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যান শাজাহান আলী খান, সাইফুল ইসলাম হাওলাদার, মো. আকরামুজ্জামান, রিপন দাস, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার, মহিলা যুবলীগের সভাপতি তানবিরা সুলতানা নিপা প্রমুখ। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর