বাদামের বস্তায় ১১৪৫ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর সদস্যরা। পৃথক আরেক অভিযানে ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, বুধবার সন্ধ্যায় র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যাবসায়ী বাদামের বস্তার আড়ালে বাদামের ভেতর বস্তায় ভরে ফেন্সিডিল পরিবহন করে আসছিল। তথ্যের ভিত্তিত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপটি বাড়ী বিসিক শিল্পনগরীর সামনে বুড়িমারী টু লালমনিরহাটগামী মহাসড়কের উপর চেকপোস্টে ট্রাকটি তল্লাশি করে বাদামের বস্তার ভেতরে বাদামের সাথে ১১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম এলাকার নজরুল ইসলামের ছেলে মো. সজল হোসেনকে(২০) গ্রেফতার করা হয়। সকালে পৃথক আরেক অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলায় রংপুর-বগুড়া মহাসড়কে একটি জীপ(এসইউভি) গাড়ী তল্লাশি করে ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলারনজরুল হকের ছেলে আশরাফুল হক (৩৮), পাবনা সদরের রমজান আলীর ছেলে মো. সম্রাট হোসেন (২৮), পাবনা চাটমোহর এলাকার আশুতোষ মৈত্রের ছেলে আশিষ কুমার। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং গাড়ী জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম