গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ডুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সোহেল রানা মুন্সীগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের জসিম সরকারের ছেলে। তিনি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে ডুয়েট শিক্ষার্থী সোহেল রানা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুয়েট গেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় সোহেল রানাসহ তার এক সহপাঠী আহত হন। সোহেল রানাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম