বাড়ির অদূরে রেললাইন পার হতে গিয়ে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে আহত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জের কাজিহাটি এলাকায় ইয়াসিন আরাফাত নামের (২৫) যুবকের দু’টি পা কাটা পড়ে।
পরে তাকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ময়মনসিংহ পাঠানো হয়। নেত্রকোনার শ্যামগঞ্জ পর্যন্ত যাওয়ার পর পথে তার মৃত্যু হয়। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইয়াসিন মোহনগঞ্জ পৌরসভার রাউতপাড়া এলাকার সাইদুজ্জামান বাবুলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির অদূরেই কাজিহাটি এমপি বাড়ির সামনের রেল লাইন পার হচ্ছিলেন ইয়াসিন। এসময় মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়া হাওর এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় দুই পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে যাবতীয় প্রক্রিয়া শেষে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে শ্যামগঞ্জ গিয়ে মারা যান ইয়াসিন।
বিডি-প্রতিদিন/শফিক