বগুড়ার সারিয়াকান্দিতে শিক্ষক কামরুল হাসানকে মারপিট করে রক্তাক্ত করেছে শাহ আলম নামের একজন স্থানীয় বখাটে। শাহ আলম উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলীর ছেলে।
জানা গেছে, গত মঙ্গলবার শাহ আলম বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে ৭ম শ্রেণির একজন ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনায় শিক্ষক কামরুল হাসান শাহ আলমকে বাধা প্রদান করেন। পরদিন বুধবার সকালে আবারও বখাটে ছেলেটি স্কুলে অনধিকার প্রবেশ করে ঐ ছাত্রীকে উত্তক্ত করে। এ সময় শিক্ষক কামরুল হাসান আবারও তাকে ছাত্রীকে ইভটিজিং না করার জন্য নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলম এবং তার সাথে থাকা কয়েকজন বখাটে মিলে শিক্ষক কামরুল হাসানকে মারপিট করে। এতে শিক্ষক কামরুল হাসান রক্তাক্ত হন এবং সারিয়াকান্দি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে বিদ্যালয়ের শিক্ষকরা বখাটে শাহ আলমকে আটক করে এবং স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাহ আলমকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে শিক্ষক কামরুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম জানান, এ ঘটনায় আটক বখাটেকে বগুড়া জেলার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম