ফরিদপুরের সর্ববৃহৎ পিয়াজের বাজার হিসাবে পরিচিত সালথা উপজেলার জয়কালী আড়তগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশনা না মেনে বেশি দামে পিয়াজ বিক্রি, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না থাকা এবং মূল্য তালিকা না টানানোর কারণে জাহিদ ট্রেডার্সকে দুই হাজার টাকা, বেপারি এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, হামজা ট্রেডার্সকে দুই হাজার টাকা ও সেলিম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্থানীয় বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশের একটি টিম সহযোগিতা করেন। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ