বান্দরবানের লামায় মো. হেলাল (১৩) নামে এক শিশুর দায়ের কোপে অপর এক কন্যা শিশু নিহত হয়েছে। নিহত কন্যা শিশুর নাম সাদিয়া মনি (৫)। বৃহস্পতিবার উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখালী পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মো. হেলাল ও তার বোন রিয়া মনি (৩) এবং প্রতিবেশি সাদিয়া মনি বাড়ির পাশে খেলা করছিল। খেলার একপর্যায়ে ঝগড়া লাগলে শিশু মো. হেলাল ক্ষিপ্ত হয়ে ধারাল দা দিয়ে সাদিয়া মনিকে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে শিশু সাদিয়া মনির মৃত্যু য়।
লামা থানার ওসি শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মো. হেলালকে আটক করে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, নিহত সাদিয়া মনির মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিডিপ্রতিদিন/কবিরুল