২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩৬

অফিস শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

দিনাজপুর প্রতিনিধি

অফিস শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

প্রতীকী ছবি

অফিস শেষে বাড়ি ফেরার পথে দিনাজপুরের হাকিমপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবীন্দ্রনাথ সরকার নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে হাকিমপুর-বিরামপুর সড়কের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের উত্তরে ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবীন্দ্রনাথ সরকার (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের ছেলে। তিনি বিরামপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে জানা যায়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, হাকিমপুর-বিরামপুর সড়কে বিরামপুর শহর থেকে মোটরসাইকেলে রবীন্দ্রনাথ সরকার বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাঙ্গাপাড়া বাজার ঈদগাহ মাঠের সামনে পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, রবীন্দ্রনাথ সরকার রংপুরে বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তিনি বৃহস্পতিবার সপ্তাহের শেষ অফিস করে ছুটিতে গ্রামের বাড়ি সোনাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃতু হয়। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর