ময়মনসিংহের ধোবাউড়া থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে টঙ্গীর গাজীপুরা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মো. সেলিম মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প স্পেশালাইজ্ড কোম্পানি। সেলিম মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কৃষ্ণপুর (গামারীতলা) গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের পোড়াবাড়ির কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাঘমারা এলাকার রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার সামনে থেকে সেলিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে এবং অজ্ঞাতনামা ২/৩ জন অপহরণকারীর সহায়তায় জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে। এই ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে সেলিমকে প্রধান আসামি ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে ময়মনসিংহ সদর থানায় মামলা করেন। ওই মামলার সূত্র ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিকটিম উদ্ধারের চেষ্টা চালায়।
র্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১-এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে শুক্রবার রাত আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকার সাতাইশ পশ্চিমপাড়ার খন্দকার আসলামের বাড়ি থেকে ভিকটিমকে (১৫) উদ্ধার করা হয়। একই সঙ্গে মামলার প্রধান আসামি মূল অপহরণকারী সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত অপহরণকারী ও উদ্ধারকৃত ভিকটিমকে ময়মনসিংহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ