২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:২৭

তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

 

রংপুরে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ১৭ দিন পরে লাশ পাওয়া গেছেএইএচসি পরীক্ষাথী নাইস আহমেদের (১৯)। শুক্রবার সকালে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকায় ডুবে যাওয়া স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে উঠে নাইসের লাশ। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নাইস আহমেদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়া গ্রাম ইউনিয়ন পরিষদের গনেশের বাজারের মোনাব্বের হোসেনের ছেলে। সে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তার নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করত। এ বছর আনোয়ারমারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর আগে নিখোঁজের ৩২ ঘণ্টা পর ডুবে যাওয়া স্থান থেকে ৫ কিলোমিটার দূরে মুন্না আহমেদ (১৮) নামে আরেক পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। 

গত ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে ছয় বন্ধু গোসল করতে যায়। এসময়  নাইস ও  মুন্না নদীতে তলিয়ে যায়। 
এ বিষয় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, নিখোঁজ নাইনের লাশ উদ্ধার করা হয়েছে। শনাক্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 
 
 বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর