গাংনী পৌরসভার নির্মাণ সামগ্রী রাস্তা থেকে অপসারণ ও দিনমজুর আতিয়ার হোসেনের মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পৌরবাসী পূর্ব ও পশ্চিম মালসাদাহ পৌরবাসী মানববন্ধন করেছে।
“আপমৃত্যুর হাত থেকে বাঁচতে চাই অবৈধ মালামাল নিরাপদে রাখুন, রাস্তা পরিষ্কার করুন” এই স্লোগানে আজ শুক্রবার জুম্মার নামজের পর মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ার হোসেন, মাহমুদউলাহ, সবুজসহ গ্রামবাসীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারের অবহেলায় পৌরসভার উন্নয়ন কাজের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে। গত চার দিন আগে দিনমজুর আতিয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। আমরা এর প্রতিকারসহ দিনমজুর আতিয়ারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি করছি।
বিডি প্রতিদিন/এএ