আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া শুক্রবার দিনভর সভা-সমাবেশ ও গণসংযোগ করেছেন।
নগরকান্দা উপজেলার তালমা, ডাঙ্গী, ফুলসূতি ও কাইচাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার হাট-বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলের মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে উন্নয়ন বঞ্চিত এলাকার মানুষের জন্য কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোসা. রিক্তা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আলামীন মীর প্রমুখ।
এর আগে সকালে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া নগরকান্দার বিভিন্ন ইউনিয়নের মৃত আওয়ামী লীগ নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করে দোয়ায় অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল