পটুয়াখালীর গলাচিপায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নব জাগরণের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন ডা. আতাউর রহমান, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংক কর্মকর্তা অমিত সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। স্বাগত বত্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম। ক্যাম্পে ডা. আতাউর রহমান ১০২ জন রোগীকে চিকিৎসা সেবা দেন। এছাড়া ৩৩০ জন ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
বিডি প্রতিদিন/এএ