ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় মো. রাসেল (৩২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
রাসেল কুমিল্লা জেলার দেবিদ্বার সরকার বাড়ির মুজিবুর রহমান সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলটি চট্টগ্রাম যাওয়ার পথে শহরের রামপুর রাস্তার মাথায় অন্য একটি গাড়ির পেছনে বাড়ি খেয়ে দুর্ঘটনায় পতিত হয়। পথচারী মো. দেলোয়ার হোসেন তাকে আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রাসেলের পিতা মুজিবুর রহমান বলেন, রাসেল চট্টগ্রামের মিরসরাই ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন। বৃহস্পতিবার কুমিল্লায় এসেছিলেন একটি চাকরির ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ শেষে মিরসরাইয়ের বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. মোস্তফা কামাল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল