শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:২৯

বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকে জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে দুদিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান। 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের মহা ব্যবস্থাপক দীপংকর রায়, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধতন মুখ্য কর্মকর্তা মো. আব্দুুল্লা আল সাকিব, জেলা কর্মকর্তা তুষার কান্তি রায়। 

জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ১৬১জন কর্মকর্তা কর্মচারী দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর