গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোঃ নজরুল ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
নিহত ওই শিক্ষার্থীর নাম সোহেল রানা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র এবং মুন্সীগঞ্জের গজারিয়া থানার চরবাউশিয়া বড়কান্দি গ্রামের জসিম সরকারের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, বুধবার রাত ১০টার দিকে ডুয়েট শিক্ষার্থী সোহেল রানা মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুয়েট গেট এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সোহেলা রানা ও তার সহপাঠী আহত হয়। আহত সোহেল রানাকে শিক্ষার্থীরা গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ডুয়েট ক্যাম্পাসের কাছে সড়ক দুর্ঘটনায় ডুয়েটের ছাত্র সোহেল রানা আহত হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর থেকে আমরা ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানাই। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সোহেল রানাকে ঢাকা পাঠাতে বিলম্ব হওয়ায় সে মারা যায়। এ ঘটনায় ছাত্রকল্যাণ পরিচালকের গাফিলতিকে দায়ী করে শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান। তিনি আরো জানান, শিক্ষার্থীদের দাবি না মানলে রবিবার থেকে ক্লাস বর্জনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ