ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শাহনুর আলমকে আহ্বায়ক করে সুনামগঞ্জ জেলা কুস্তি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জের হাওরভাটির চারটি উপজেলায় তুমুল জনপ্রিয় এই খেলার মানোন্নয়ন, খেলোয়াড়দে কল্যাণ ও জাতীয় পর্যায়ে কুস্তি খেলাকে উন্নীত করতে কাজ করবে এই কমিটি।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আফতাব উদ্দিনকে। সদস্যরা হলেন, মো. আলী নূর, মকতছির মিয়া, ফখরুল মিয়া, মোশাহিদ মিয়া, আলী হোসেন, তছকির মিয়া ও কদর আলী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ।
পরে জেলা ক্রীড়া সংস্থার সাথে মতবিনিময় করে নবগঠিত কমিটি। এ সময় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কুস্তি অ্যাসোসিয়েশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেওয়া হয়। এ বছর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন