শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৫১

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে নিজ ঘর থেকে টিউবওয়েলে পানি আনতে যায় রসুল মিয়া রাসেল। এসময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে টিউবওয়েলের পাশ থেকে ঘরে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে দেখালে তিনি রাসেলকে মৃত ঘোষণা করেন।

মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর