২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০২

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে সমাবেশ

নাটোর প্রতিনিধি

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা জন্য বিদেশে পাঠানো এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আজ রবিবার বিকেলে আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বেস অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সানোয়ার হোসেন তুষার । 

এ সময় বক্তারা বলেন, এ সরকার বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে উন্নত চিকিৎসা নিতে বাধা প্রদান করছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর