শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২২:০০

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইলিয়াস আলী ওরফে নিরব (৩০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আসাদুজ্জামান। গ্রেফতারকৃত ইলিয়াস আলীকে কারাগারে পাঠানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামে ইলিয়াস আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত ইলিয়াস আলী ওরফে নিরব ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর