২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৪৫

রাঙামাটিতে পানিবন্দী দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণ

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে পানিবন্দী দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণ

রাঙামাটিতে পানিবন্দী দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ বিতরণ

রাঙামাটির পৌর এলাকার পানিবন্দী অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি পৌরসভার উদ্যোগে কাঠালতলী চারুকলা একাডেমি সম্মেলন কক্ষে পৌর ৭ নম্বর ওয়ার্ডের পানিবন্দী দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এসময় রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল মো. জামাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মান বাদশা চৌধুরী ও সংরক্ষিত পৌর মহিলা ওয়ার্ড কাউন্সিলর জুবাইতুন নাহার, আওয়ামী লীগ নেতা মো. আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, সরকার পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করছে। সরকারের সহায়তা পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর