গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দিনাজপুরের ফুলবাড়ীর প্রায় সাড়ে ৪শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ন কেন্দ্রের ১৬০টি পরিবার রয়েছে।
এসব পানিবন্দি মানুষের দুর্দশায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামাহ তমালসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা শুকনা খাবার ও চাল বিতরণ করছেন।
সোমবার ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ১৬০টি পরিবারকে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামাহ তমাল, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (পিআইও) মো. শাফিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, থানা পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (পিআইও) মো. শাফিউল ইসলাম জানান, সরকারিভাবে প্রাথমিক অবস্থায় ৪২০টি পানিবন্দি পারিবার জানা গেছে। ওই পরিবারগুলোর মাঝে ২ হাজার ১০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। এখনও ৯০০ কেজি চাল মজুদ রয়েছে। আমরা ১০ টন চাল, ৫০০ প্যাকেট শুকনা খাবার ও ১০০ বান্ডিল ঢেউ টিনের চাহিদা প্রেরণ করেছি।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামাহ তমাল জানান, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে আমরা আপাতত পানিবন্দি মানুষকে সরকারিভাবে ৫ কেজি করে চাল প্রদান করছি। আরও চাল, শুকনা খাবার, ঢেউ টিনের চাহিদা প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল