শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১০

কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ ইয়াসিন (২) ও আল হাবিব নয়ন মনি (১০মাস) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের হায়দার মিয়াজির পাড়া মোহাম্মদ আলমগীরের পুত্র ইয়াসিন (২), বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের মদইন্নার পাড়ার ছৈয়দ নুরের মেয়ে আল হাবিব নয়ন মনি (১০ মাস) মৃত্যুবরণ করে। 

প্রত্যক্ষদর্শী  ও হাসপাতাল সূত্র জানায়, মোহাম্মদ ইয়াসিন ও আল হাবিব নয়ন মনি পৃথক পৃথক স্থানে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর