শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১৯

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের অর্ধ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় দুই মাদক কারবারিকেও আটক করা হয়। 

আটককৃত মাদক কারবারিরা হলেন টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ জাহেদ হোসেন (৩৭) এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আজিজের স্ত্রী এলেম বাহার (৪৫)।
 
কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিন দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে এক মহিলাসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৫৫ হাজার টাকা, ৩টি বাটন মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর