টুয়াখালীর দুমকিতে আইভি স্যালাইন প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক মেজর (অবঃ) প্রফেসর ডা: ওহাব মিনার। সারা দেশের মতো দুমকিতে চরম আইভি স্যালাইন সংকট দেখা দিয়েছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পরেছেন। মঙ্গলবার দুপুর ১টায় এমন সংবাদ শুনেই ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যান সমিতির সভাপতি, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মেজর (অবঃ) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার তাৎক্ষণিক ১৫০ ব্যাগ আইভি স্যালাইন দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহিন এর কাছে হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, গত বছরও ডায়েরিয়ার প্রকোপে আইভি স্যালাইন সংকট দেখা দিলে ঢাকা থেকে ৫০০০ আইভি স্যালাইন দুমকি, মির্জাগঞ্জ ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দিতে পেরেছি। করোনাকালীন সময়ে দুমকিবাসীকে ফ্রি অক্সিজেন সেবা ও তাদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। এ সময় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মরত চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ