শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ১৭০ জন নেতাকর্মীর নামে নাশকতার মামলা করেছে শ্রীবরদী থানা পুলিশ। এর মধ্যে ৫০ জনের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত। এ ঘটনায় সোমবার রাতে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-উপজেলার সিংগাবরুণা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান চাঁন, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্লাত হোসেন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার ইসলাম রানা, একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল হোসেন, তাঁতীহাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, খড়িয়া কাজিরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোহর আলী, একই ইউনিয়নের বিএনপির সদস্য আমির হামজা ও যুবদলের সদস্য রতন মিয়া।
পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে রাত আটটার দিকে বৈঠক করছিল। তবে বিএনপির দাবি, পুলিশ সবাইকে বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করেছে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান বলেন, অস্ত্রসহ বিএনপির নেতাকর্মীরা স্থানীয় কাকিলাকুড়া মিশু মডেল একাডেমি মাঠে গোপন বৈঠক করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে চারটি ককটেল, ২০টি লাঠি ও চারটি দা উদ্ধার করা হয়। মামলার পর সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই