২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৬

বগুড়ায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু

সোহরাব হোসেন ছান্নু

বগুড়ায় আবারও শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় তিনি নির্বাচিত হয়েছেন। 

এর আগেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, অবকাঠামো উন্নয়ন, ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূল্যায়ন কমিটি শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনীত করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর