২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৪২

সাঁতরে নদী পার হতে গিয়ে কিশোর নিখোঁজ

দিনাজপুর প্রতিনিধি

সাঁতরে নদী পার হতে গিয়ে কিশোর নিখোঁজ

দিনাজপুরের ঘোড়াঘাটে সাঁতার কেটে করতোয়া নদী পার হতে গিয়ে স্বাধীন বাস্ক (১৫) নামে এক আদিবাসী কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ স্বাধীন বাস্ক ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে।

স্থানীয় জানান, বুধবার সকালের দিকে কিছু আদিবাসী কিশোর পাখি ও প্রাণী শিকার করতে আসে। এসময় কিছু কিশোর সাঁতার কেটে নদীর পার হয়ে যায়। তাদের মধ্যে এক কিশোর পানিতে ডুবে যায়। পরে বাকিরা ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। ডুবুরিকে খবর দেওয়া হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধান চলমান রয়েছে। বিকাল ৫টা পর্যন্ত সন্ধান চলছিল।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর