২৭ সেপ্টেম্বর, ২০২৩ ২২:০৮

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ

বুধবার মৌলভীবাজারের মনু নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার মনু নদে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এ প্রতিযোগিতাকে উপভোগ করতে মনু নদের দুই পাড়ে সমবেত হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কয়েক হাজার মানুষ। মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এ নৌকাবাইচের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ নেছার আহমদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পৌরসভা মেয়র মো. ফজলুর রহমানসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা।

নৌকাবাইচে ৯টি নৌকা অংশ গ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে জেলার রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের কাবুল আলীর শাহ মোস্তফার তরী, ২য় স্থান অর্জন করে সদর উপজেলার দিশালোক গ্রামের সুমন তরপদারের নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করে শাহজালাল তরী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের ১টি মোটরসাইকেল, ২য় স্থান অর্জনকারীদের ১টি ফ্রিজ ও তৃতীয় স্থান অর্জনকারীদের ১টি টিভি দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর