২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০১:০২

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল খান (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দুলাল খান উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাও গ্রামের আলম খানের ছেলে। সে তিতারকোনা এলাকায় একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করত। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় এদিন সন্ধ্যায়ও দুলাল খান কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে একটি ঢিল মেশিন দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ করেই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় তাৎক্ষণিক পার্শ্ববর্তী দোকানের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাহুবল মডেল থানার এসআই ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর