কুড়িগ্রামের রাজিবপুরে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর বটতলা মোড়ে রৌমারী থেকে ঢাকাগামী বাস তল্লাশি করে রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম। এ সময় ১০ বোতল বিদেশি মদসহ উপজেলার ইজলামারী গ্রামের মাদক কারবারি মো. নুরুল আমিন (৩৪) ও গুচ্ছগ্রামের মো. শিপন মিয়াকে (২৬) গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন