৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১৬

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোক্তার আলীর নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা প্রদর্শন করেন।

পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। পরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ও জনস্বাস্থ্য প্রকৌশল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে শপথ বাক্য পাঠ করেন।

এর আগে, জনস্বাস্থ্য প্রকৌশল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় সংগঠনের সভাপতি আব্দুল বাতেন সিকদার, সাধারণ সম্পাদক তাসজিদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর