গাইবান্ধার সাঘাটায় জয়নুল আবেদীন জয় (৪৩) নামের পেশাদার প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহার করা ১টি মাথার খুলি, ১টি হাড় দণ্ড, চার্জারসহ ৪টি ওয়াকিটকি, ১টি কালা যাদুর বই, ৫৫টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ১০টি সিসি ক্যামেরা, ১টি ভিডিও রেকডার ও ১টি ২৮ ইঞ্চি মনিটর জব্দ করা হয়।
গ্রেফতারকৃত জয়নুল আবেদীন উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার হাসান আলী ব্যাপারীর ছেলে।
আজ শনিবার বিকেলে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।পুলিশ সুপার জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের হাছান আলী ব্যাপারী ছেলে প্রতারক জয়নুল আবেদীন জয়কে (৪৩) আটক করা হয়। এবং তার বসতবাড়ী তল্লাশী করে প্রতারণার কাজে ব্যবহার করা ১টি মাথার খুলি, ১টি হাড় দণ্ড, চার্জারসহ ৪টি ওয়াকিটকি, ১টি কালা যাদুর, ৫৫ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ১০টি সিসি ক্যামেরা, ১টি ভিডিও রেকডার ও ১টি ২৮ ইঞ্চি মনিটর উদ্ধার করা হয়।
কামাল হোসেন বলেন, আসামি জয়নুলকে জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কাজে উপরোক্ত মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে বলে স্বীকার করেছে। এর সঙ্গে আরও কে কে জড়িত আছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে সাঘাটা থানায় ১টি প্রতারণা মামলা রুজ হয়েছে।
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (বি" সার্কেল) মো আব্দুল্লাহ আল মামুন, সাঘাটা থানা অফিসার ইনচাজ মো. রাকিব হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল