১ অক্টোবর, ২০২৩ ০২:২৯

কুড়িগ্রামে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সময় ছাত্রলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকালের দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে সমবেত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি পালনের জন্য তাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এর কিছুক্ষণ পরেই বড়ভিটা ইউনিয়ন বিএনপির সমর্থকরা কয়েকটি অটোরিকশায় চরে ওই এলাকায় প্রবেশ করে স্লোগান দিলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে উপজেলা সদরের তিনকোনা মোড়ে আসলে উভয়পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষ বাঁধে। এতে সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন ও সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষারসহ উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন সরকার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজাসহ দুই গ্রুপের ২০ জন আহত হয়।এরপর ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা সদরের তিনকোনা মোড়ে শান্তি সমাবেশ পালন করে। 

অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা মহিলা ডিগ্রি কলেজ কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ করে।এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জনের মত নেতাকর্মী আহত হন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন, আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তারপরও বিএনপির লোকজন আমাদের লোকজনের উপর হামলা চালায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজীব জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।তবে এখন পর্যন্ত কেউ কোন মামলা কিংবা অভিযোগ করেননি। অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর