যশোরে শার্শার সাড়াতলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী সাইফুল ইসলাম সুমনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তার ছোট ভাই সাইফুল ইসলাম সুমনকে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে সে কাউকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে ১২ জন অভিভাবক লিখিতভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে জানানোর পরেও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অভিভাবক ও এলাকাবাসী ফুঁসে উঠেছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল বলেন, এ বিষয়ে অভিভাবকরা একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছি। তদন্ত কর্মকর্তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/এমআই