মাগুরায় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাগুরায় ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ইন্টার্নরা এ কর্মবিরতি ও মানববন্ধন পালন করে। এ সময় তাদের বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন মিরাক পাল ও সুরাইয়া আক্তার।
বিডি প্রতিদিন/এমআই