গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ কলাবাধা গ্রাম থেকে শনিবার রাতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত যুবক হলেন,উপজেলার মৌচাক দক্ষিণ কলাবাধা গ্রামের মৃত সোহরাব বয়াতির ছেলে আমির হামজা (৪০)
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মৌচাক দক্ষিন কলাবাধা গ্রামের আমির হামজার নিজ বাড়ির একটি কক্ষে শনিবার রাতের কোন এক সময় তাকে জবাই করে হত্যা করে ঘরের বাহির থেকে দরজা লাগিয়ে পালিয়ে যায় খুনিরা। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হামজার লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
বিডি প্রতিদিন/এএ